শেরপুর মহিলা কলেজের শিক্ষার্থীরা আজ এক দফা এক দাবিতে সোচ্চার। তাদের প্রধান এবং একমাত্র দাবি হচ্ছে, মাহবুব স্যারের পদত্যাগ। শিক্ষার্থীদের মতে, মাহবুব স্যারের অনৈতিক ও অগ্রহণযোগ্য আচরণ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে দূষিত করছে। এই লজ্জাজনক পরিস্থিতির বিরুদ্ধে শিক্ষার্থীরা আজ আন্দোলনে নেমেছে।
কলেজের ছাত্রীরা দাবি করেছে, তারা আর এই লুচ্চা আচরণ সহ্য করবে না। শিক্ষার্থীরা জানিয়েছে, স্যারের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাহবুব স্যারের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই বলে তারা মনে করছে।
স্লোগান: “এক দফা, এক দাবি – লুচ্চা মাহবুব স্যারের পদত্যাগ।”