বাংলাদেশের সাবেক সংসদ সদস্য হেনরি আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে র্যাবের হাতে গ্রেপ্তার
বাংলাদেশের সাবেক সংসদ সদস্য হেনরিকে সম্প্রতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গ্রেপ্তার করেছে। তাকে আওয়ামী লীগের আরেক নেতার বাড়ি থেকে আটক করা হয়। হেনরি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারি এড়িয়ে চলছিলেন।
তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ওই নেতার বাড়িতে অভিযান চালিয়ে হেনরিকে আটক করে। হেনরির বিরুদ্ধে দুর্নীতি এবং অবৈধ কার্যক্রমের অভিযোগে তদন্ত চলছে।
এই উচ্চ-প্রোফাইল গ্রেপ্তারের পর রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন অন্য দলের সদস্যরা তাকে কীভাবে আশ্রয় দিয়েছিল। সরকারের উপর চাপ বাড়ছে, যেন তারা দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়, বিশেষ করে যখন এতে উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিরা জড়িত।
#হেনরি_সাবেক_এমপি #র্যাব_গ্রেপ্তার #বাংলাদেশ_রাজনীতি #আওয়ামী_লীগ #দুর্নীতি #রাজনৈতিক_কেলেঙ্কারি #বাংলাদেশ_সংবাদ
Copyright @https://www.facebook.com/md.ershad.3591267
Copyright @https://youtu.be/UBiNynLgo0Y