পরিবর্তনের নতুন জোয়ার
পরিবর্তনের নতুন জোয়ার,
কিসের আবার স্মার্ট!
স্মার্টের নিচেই খাল করছো,
দিসো কেবল বাস।
বড় বড় উন্নয়ন,
আর চাপাবাজির ভিড়ে,
লুটপাটের দল দিয়েছিস,
আম-জনতা ছেড়ে।
প্রশাসন আর পুলিশ যত
টাকার কাছে মাথা নত।
এই ধারতেই চলছে সবি
হচ্ছে কেবল সমাজ ক্ষত।
কথা বলাই দায় হয়েছে,
বাজার- সদাই নাই হয়েছে।
খাচ্ছে সবই বড়লোকে,
গরীবেরা বাঁচছে ঢোকে।
এই আজ জনতা খেপেছে,
হিসেব নিবে তাই বলেছে।
স্বৈরাচারী দল নিয়ে তাই,
দাদার দেশে পালায় গেছে।
ভাইরাস কিছু এখনো আছে,
আবোল-তাবোল বকবকিয়ে,
বিবেক দিয়ে বিসর্জনে,
পিপড়ার মতো জল মেপেছে।
যুব সমাজ জেগে উঠেছে,
উপরওয়ালার রোষ নেমেছে।
“পালাবি কোথায়?” সিনেমাটা
এখন আরো হিট হয়েছে।
শিয়ালের মতো লেজ গুটিয়ে
কাঊয়া কাকা দেশ ছেড়েছে।
নিরব যারা সরব হয়ে
টুটি তোদের চেপে ধরেছে।
আটি পাতি যত নেতা,
আজ যে তাদের মাথা-ব্যথা
অমিত শাহ বলে দিছে,
বেড়াতে এলেই ঝুলাবো দাদা!!!