বাইজীদ তার কষ্টকর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি তখন বুঝতে পারছিলাম না, আমি আসলে কী করছি। কাজের জন্য চাপ, আর অন্যদিকে এই ভয়ের পরিবেশ। তারা আমাকে শারীরিকভাবে নিগ্রহ করেছে, হাত-পা বেঁধে রেখে একঘণ্টা ধরে বেত দিয়ে পেটানো হয়েছিল। তারা কিছুতেই আমার মুখ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই চাইছিল। আমি শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য আপস করে দিয়েছিলাম।”
এছাড়া, বাইজীদ আরও জানান যে, শারীরিক নির্যাতন ছাড়াও মানসিক চাপও তার উপর ছিল। “এ ধরনের পরিবেশে কাজ করা যে কতটা ভয়াবহ, তা আমি ভালো করে জানি। অনেক সময় রাত্রে ঘুম থেকে উঠেও আমি সেই মুহূর্তগুলো চিন্তা করি। নিজের হাতের কাঁপন, শরীরের প্রতিটি ক্ষত মনে পড়ে যায়। কিন্তু তারপরও আমি কোনো কথা বলিনি, কারণ তাতে কাজ হারানোর ভয় ছিল।”